প্রধান মন্ত্রীর কাছে খোলা চিঠি
লিখেছেন লিখেছেন জাকারিয়া কবির ১৫ সেপ্টেম্বর, ২০১৪, ০৩:৪৯:১২ দুপুর
বরাবর
মাননিয় প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার|
বিষয়:গুম মন্ত্রনালয় নামে নতুন মন্ত্রী পরিষদ গঠন প্রসঙ্গে|
জনাবা
আমরা আপনার প্রজাতন্ত্রের কতিপয় নিরীহ প্রজা|ইদানিং সময়ে দেশের আইন শৃংঙ্খলার বেশ ইন্নতি হয়েছে|দিন দুপুরে হঠাৎ করে মানুষ উধাও হচ্ছে|জনগণ এর নামদিয়েছে গুম|এভাবে চলতে থাকলে অচিরেই দেশের জনসংখ্যা হ্রাস পাবে|যার সুফল হবে দীর্ঘ মেয়াদী|ফলে বিশ্বের দরবারে কম জনসংখ্যার দেশ হিসাবে বাংলাদেশের মার্যাদা হবে অনেক উন্নত|এই উন্নায়নের ধারা অব্যাহত রাখতে একটি নতুন মন্ত্রীপরিষদ গঠনের আহবান জানাচ্ছি|
অতএব,উপরোক্ত বিষয় বিবেচনা করে গুম মন্ত্রনালয় নামে একটি নতুন মন্ত্রিপরিষদ গঠনের অনুরোধ করছি।
নিবেদক
আপনার প্রজাতন্ত্রের কতিপয় নিরীহ প্রজা
বিষয়: বিবিধ
৯৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন